- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
সিনেমাতে মূলত ওই সংঘর্ষের ঘটনায় ভারতীয় সেনাসদস্যদের দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরা হবে
চলতি বছরের ১৫ জুন ভারতের পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনাসদস্য নিহত হয়। এর কিছু দিনের মধ্যেই ওই ঘটনা নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিলেন অভিনেতা অজয় দেবগান।
অজয় দেবগান ফিল্মসের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ছবিটির সহ-প্রযোজনা করবে এলএলপি ফিল্মস। সেখানে মূলত ওই সংঘর্ষের ঘটনায় ভারতীয় সেনাসদস্যদের দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরা হবে।
এর আগে এলওসি কার্গিল, ট্যাঙ্গো চার্লি, তানহাজি দা আনসাং হিরোতে দেশপ্রেমীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অজয়কে।
এদিকে, অজয়ের ভূজ: দা প্রাইড অফ ইন্ডিয়া মুক্তি পাবে আগামী মাসে। ১৯৭১-এর যুদ্ধে বিধ্বস্ত এয়ার বেস স্টেশন পুনরায় গড়ে তুলতে উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন স্কোয়াড্রন লিডার বিজয় কার্নিক। তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন স্থানীয় ৩০০ নারী। এ ঘটনা নিয়েই নির্মাণ করা হয়েছে ছবিটি।
এছাড়া আগামি বছর ১৩ আগস্ট অজয় দেবগানের পরবর্তী ছবি ময়দান মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে। ভারতের জাতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আবদুল রহিমের কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। বনি কাপুর প্রযোজিত এই ছবিতে রুদ্রনীল ঘোষও আছেন।
সম্পর্কিত সংবাদ
কপিরাইট Ⓒ ২০১২-২০১৯ ২এ মিডিয়া লিমিটেড। সর্বস্বত্ব সংরক্ষিত।
৮/সি, এফআর টাওয়ার, পান্থপথ, ঢাকা ১২০৭, বাংলাদেশ।
কাজী আনিস আহমেদ, প্রকাশক
translateY(-100%); transition: all 0.3s ease 0s; width: 393.091px; z-index: 9999;">
- Get link
- X
- Other Apps
মতামত দিন